- Advertisement -

সোনালি ফসল ঘরে তোলা শুরু

236

- Advertisement -

কৃষিতে বারহাট্টা…

বারহাট্টার মাঠে মাঠে সবুজ ধান ক্ষেতগুলো ক্রমশ সোনালি বর্ণ ধারণ করছে। সবুজ মাঠের মাঝে মাঝে দুএকটি প্লটে ধান পাকতে শুরু করেছে। আগামজাতগুলোর ধান পাকতে শুরু করেছে। নিশিন্তপুর ব্লকের বীরপাগলি গ্রামের মো: এরশাদুর রহমানের জমিতে ব্রি ধান৫৭ এবং ব্রি ধান৭৫ আবাদ করা হয়েছিল। জাতগুলো আগাম হওয়ায় সবার আগে ধানগুলো পেকে সোনালি বর্ণ ধারণ করেছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ মৌসুমের ধান কাটা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনে অংশ গ্রহণ করেন, জনাব মুহাম্মদ মাইনুল হক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ; জনাব গোলাম মোরশেদ, উপজেলা নির্বাহী অফিসার, বারহাট্টা; কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, উপজেলা কৃষি অফিসার; কৃষিবিদ বানিন রায়, কৃষি সম্প্রসারণ অফিসার; জনাব মো: মোজাম্মেল হক মিঠু, উপসহকারী কৃষি অফিসারসহ উপস্থিত গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং প্রানপ্রিয় কৃষক ভাইয়েরা। এক উৎসবমূখর পরিবেশে ধান কর্তন অনুষ্ঠিত হয়। আগামজাতগুলো আরোও বেশি বেশি ছড়িয়ে দেয়ার জন্য অথিতিরা মত প্রকাশ করেন। কৃষি বিভাগ এ ব্যাপারে আরোও ব্যাপক উদ্যোগ নিবে।

- Advertisement -

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.