- Advertisement -

ভার্মিকম্পোস্ট খামার পরিদর্শন

248

- Advertisement -

কৃষিতে বারহাট্টা…

বারহাট্টার কৃষি বিভাগের উদ্যোগে এনএটিপি-২ প্রকল্পের আওতায় গঠিত বীরপাগলি মহিলা সিআইজি ফসল সমবায় সমিতির সদস্য বিউটি আক্তার কর্তৃক স্থাপিত ভার্মিকম্পোস্ট উৎপাদন খামারটি পরিদর্শন করেন জনাব মুহাম্মদ মাইনুল হক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ; জনাব গোলাম মোরশেদ, উপজেলা নির্বাহী অফিসার, বারহাট্টা। পরিদর্শনের সময় বিউটি আক্তারের স্বামী এরশাদুর রহমান খামারটি অথিতিদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান । খামারটি তৈরি ব্যবস্থাপনা ও সারের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত অতিথিদের অবহিত করেন। খামারটি দেখে অতিথিরা বেশ পুলকিত হন। খামারটির উত্তোত্তর সাফল্য কামনা করেন। নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মিকম্পোস্টের বিকল্প নাই তাই অতিথিরা কৃষি বিভাগকে আরোও ব্যাপক উদ্যোগ নিয়ে কৃষকের কাছে প্রযুক্তিটি পৌছে দেয়ার আহবান করেন।

- Advertisement -

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.