- Advertisement -

বারহাট্টায় ব্লকে ব্লকে আলোক ফাঁদ স্থাপন

164

- Advertisement -

০২.১০.২০১৯…বুধবার সন্ধ্যায় বারহাট্টার ব্লকে ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আসাদুল্লাহ স্যারের নির্দেশনা মোতাবেক এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ধান ফসলের জমিতে বিভিন্ন পোকা মাকড়ের উপস্থিতি সনাক্ত করা এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়াই  এই কার্যক্রম বাস্তবায়নের মূল উদ্দেশ্য । এই কার্যক্রম বাস্তবায়ন চলমান থাকবে।  আলোক ফাঁদে গড়ে ধান ফসলের ক্ষতিকারক পোকার মধ্যে অগণিত সবুজ পাতা ফড়িং, ২-৪ টি মাজরা পোকার মথ, ৫-৭ টি পাতা মোড়ানোর মথসহ উপকারি পোকার মধ্যে লেডি বার্ড বিটল, ক্যারাবিড বিটল, ওয়াটার স্কেভেনজারসহ বিভিন্ন পোকার উপস্থিতি সনাক্ত করা হয়েছে।

পোকা মাকড় উপস্থিতির তীব্রতা অনুসারে পাতা মোড়ানো পোকার আক্রমন প্রতিহত করার জন্য, প্রথমেই কুল/বড়ই গাছের ডাল কেটে তা দিয়ে ধান ক্ষেতে এপাশ ওপাশ করে বাড়ি দিয়ে গেলে পাতা মোড়ানোর পোকার লার্ভা বিনষ্ট হয়ে যাবে। আপাদত মাঠে কীটনাশক দেয়ার প্রয়োজন নাই। তবে পার্চিং বা খুটি পুতে দেওয়াই আপাদত উত্তম কাজ।

বিজ্ঞপ্তি: উপজেলা কৃষি অফিস,বারহাট্টা,নেত্রকোণা।

 

 

- Advertisement -

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.