পটাশ সারের ব্যবহার বৃদ্ধির পরামর্শ
- Advertisement -
মাটি ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মাটির সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পরিমিত মাত্রার সারের পরিমাণ, মাটি পরীক্ষার মাধ্যমে সম্ভব। তাছাড়া বারহাট্টার মাটির পুষ্টিগুণের অবস্থা জানাটাও দরকার ছিল। তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাইমিনুর রশিদ উদ্যোগ গ্রহণ করেন মাটি পরীক্ষা করার। তিনি মৃত্তিকা সম্পদ ও উন্নয়ন ইনস্টিটিউটকে অনুরোধ করেন তাদের ভ্রাম্যমান মৃত্তিকা গবেষণাগারটি পাঠানোর জন্য । এসআরডিআই কর্তপক্ষ কৃষি বিভাগের সাড়া দিয়েছেন। তারা বারহাট্টার বিভিন্ন গ্রামের বিভিন্ন কৃষকের ৫১ টি মাটির নমুনা পরীক্ষা করে সার সুপারিশ কার্ড দিয়েছেন।
উল্লেখ্য, মাটি পরীক্ষা মোতাবেক একটা বিষয় জানা গেছে, বারহাট্টার মাটিতে পটাশিয়ামের ব্যাপক ঘাটতি রয়েছে। তাই কৃষি বিভাগ বারহাট্টা সকল কৃষকদের প্রতি এমওপি সারের যথাযথ ব্যবহারের আহবান করেন। তাছাড়া ধান চাষে থোর আসার আগে বিঘা প্রতি ০৫ কেজি হারে এমওপি সার উপরি প্রয়োগের পরামর্শ দিয়ে যাচ্ছেন। সর্ব্বোপরি মাটির সুস্বাস্থ্য নিশ্চিত করতে জৈবসার ব্যবহারের তাগিদ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।
- Advertisement -
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.