উপপরিচালক স্যারের বারহাট্টা পরিদর্শন
- Advertisement -
কৃষিতে বারহাট্টা…
২৩ অক্টোবর, ২০১৯; রোজ বুধবার শালনগর গ্রামে সবজি চারা উৎপাদন, এসএএও পাক্ষিক অধিবেশন, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর…প্রকল্পের বিল্ডিং, বিভিন্ন প্রদর্শণি ও সোলার লাইট ট্রেপ পরিদর্শন করেন কৃষিবিদ ড. মো. রেজাউল করিম স্যার, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ডিএই, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ। পরিদর্শনকালে সাথে ছিলেন কৃষিবিদ শাহজাহান সিরাজ স্যার, ট্রেনিং কোর্ডিনেটর, উপজেলা পর্যায়ে… প্রযুক্তি হস্তান্তর প্রকল্প, ময়মনসিংহ অঞ্চল।
ড. রেজাউল স্যার সবজির চারা উৎপাদন নার্সারিগুলো দেখে ভূয়ষী প্রশংসা করেন। তিনি বলেন, পুষ্টি নিরাপত্তায় সবজির বিকল্প নাই তাই বেশি বেশি সবজি আবাদের তাগিদ দেন। সোলার লাইট ট্রেপের কার্যকারিতা দেখে স্যার অনুপ্রাণিত হন। মাঠের কার্যক্রম আরোও গতিশীল ও কার্যকরী করার পরামর্শ দেন।
- Advertisement -
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.