উপপরিচালক, খামারবাড়ি, ঢাকা স্যারের বারহাট্টা পরিদর্শন
- Advertisement -
বারহাট্টার কৃষি ও কৃষি কার্যক্রম পরিদর্শন করেন কৃষিবিদ মো: ফজলুল হক, উপপরিচালক (প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন), প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, ডিএই, খামারবাড়ি, ঢাকা। ১৫ই অক্টোবর, ২০১৯ রোজ মঙ্গলবার সকালে তিনি বারহাট্টার কৃষি কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রথমে মাঠে স্থাপিত রাজস্ব খাত ও এনএটিপি-২ প্রকল্পের আওতায় স্থাপিত রোপাআমন প্রদর্শণী সরেজমিন পরিদর্শন করেন। এসময় ব্রি ধান৮৭, বিনাধান১১, ব্রি ধান৭১ ও ব্রি ধান৫২ জাতের ধানের প্রদর্শনী পরিদর্শন করেন। জাতগুলো মাঠে ছড়িয়ে দেয়ার পরামর্শ প্রদান করেন। অত:পর তিনি সোলার লাইট ট্রেপ পরিদর্শন করে, উপজেলায় কৃষক প্রশিক্ষণে কৃষকদের সাথে মতবিনিময় করেন। অফিস ব্যবস্থাপনা সঠিক ও নিয়মানুসারে বাস্তবায়নের তাগিদ দেন। পরিদর্শনকালে জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. মতিউজ্জামান স্যার উপস্থিত ছিলেন।
- Advertisement -
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.