ইঁদুর নিধন অভিযান ২০১৯
- Advertisement -
আসুন, সম্পদ ও ফসল রক্ষায় , সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধন হয়ে গেল, জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৯। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বারহাট্টা, নেত্রকোণার আয়োজনে গত ৩০ অক্টোবর,২০১৯ উদ্বোধন হয়ে গেল এই অভিযান। অভিযান চলবে ০৯ সেপ্টেম্বর,২০১৯। অভিযান উদ্বোধন করেন, জনাব মোহাম্মদ মাইনুল হক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বারহাট্টা। এ উপলক্ষে সকাল ১১.০০ টায় বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, উপজেলা কৃষি অফিসার, বারহাট্টা। স্বাগত বক্তব্যে ইদুরের ক্ষতির বিভিন্ন তথ্যাদি উপস্থাপনসহ ইদুর নিধনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম মোরশেদ বলেন, ফসল ও জনস্বাস্থ্য রক্ষার্থে ইদুর নিধন খুবই জরুরী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মাইনুল হক বলেন মাঠে মাঠে ইদুর কৃষকের ধান ক্ষেতে ব্যাপক ক্ষতি সাধন করে, তাছাড়া রাস্তাঘাট, পুকুর ও নদীর পাড়, বাধ এসব নষ্ট করে সর্বোপরি মানুষের রোগ বিস্তার করে তাই ইদুর নিধন প্রয়োজন। এ ব্যাপারে সকলকে সম্মিলিতভাবে ইদুর নিধনের আহবান করেন। কৃষিবিদ বানিন রায়ের সঞ্চালনায় আলোচনায় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভাইসচেয়ারম্যানদ্বয়, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপসহকারী কৃষি অফিসারগণ, কৃষক ও কর্মচারি উপস্থিত ছিলেন।
- Advertisement -
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.