- Advertisement -
আউশ ধানের উৎপাদন বৃদ্ধিতে করণীয়
কৃষিবিদ মোহাইমিন
- ভালো মানের বা মানসম্মত বীজ ব্যবহার করতে হবে।
- ভালো জাতের বীজ যেমন ব্রি ধান৪৮ চাষাবাদ করতে হবে।
- বীজ অবশ্যই শোধন করে নিতে হবে।
- আদর্শ বীজতলায় চারা তৈরি করতে হবে।
- ২০-২৫ দিন বয়সের চারা রোপণ করতে হবে।
- সঠিক সময়ে চারা রোপণ করতে হবে।
- সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে।
- সারিতে ১-২ টি সবল চারা রোপণ করতে হবে।
- সঠিক সময়ে আগাছা পরিষ্কার করতে হবে।
- পরিমিত মাত্রায় জৈব সার ব্যবহার করতে হবে।
- আইপিএম পদ্ধতির মাধ্যমে পোকা ও রোগবালাই দমন করতে হবে।
- নিয়মিত ফসলের মাঠ পরিদর্শন ও পর্যবেক্ষণ করতে হবে।
- Advertisement -
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.